মরণ তোমার হার হল যে মনের কাছে ভাবলে যারে কেড়ে নিলে সে যে দেখি মনেই আছে মনের মাঝেই বসে আছে। আমার মনের ভালবাসার কদমতলা- চার যুগেতেই বাজায় সেথা বংশী আমার বংশীওলা। বিরহের কোথায় পালা- কিসের জ্বালা? চিকন-কালা দিবস নিশি রাধায় যাচে।
Tags: poetry, memory, love, death