এ ভুবনে ডুবল যে চাঁদ সে ভুবনে উঠল কি তা? হেথায় সাঁঝে ঝরল যে ফুল হোথায় প্রাতে ফুটল কি তা? এ জীবনের কান্না যত― হয় কি হাসি সে ভুবনে? হায়! জীবন এত ছোট কেনে? এ ভুবনে?
মরণ তোমার হার হল যে মনের কাছে ভাবলে যারে কেড়ে নিলে সে যে দেখি মনেই আছে মনের মাঝেই বসে আছে। আমার মনের ভালবাসার কদমতলা- চার যুগেতেই বাজায় সেথা বংশী আমার বংশীওলা। বিরহের কোথায় পালা- কিসের জ্বালা? চিকন-কালা দিবস নিশি রাধায় যাচে।