এ ভুবনে ডুবল যে চাঁদ সে ভুবনে উঠল কি তা? হেথায় সাঁঝে ঝরল যে ফুল হোথায় প্রাতে ফুটল কি তা? এ জীবনের কান্না যত― হয় কি হাসি সে ভুবনে? হায়! জীবন এত ছোট কেনে? এ ভুবনে?
Tags: life, death