শামুক কবিতা আমার কবরকে হৃদয়ের আকারের কোরো যাতে ফুলের মতন স্বাধীন হয় আর সুন্দরের অনুভূতি পাওয়া যায় কবরের শিকড় বালিশ, কবর থেকে তোলা আর উড়িয়ে দেয়া মেঘের ফাঁকে কান বদলে হয়ে যাবে সবুজ শ্যাওলার কাছাকাছি আর বৃষ্টির শব্দ ফোঁটা ফোঁটা পড়বে পরতের ভেতর শিকড় পর্যন্ত যা আমার কানে সুড়সুড়ি দেবে। ওহে কবর, আমার পায়ের বুড়ো আঙুল কেটে ফেলতে হবে তার শব্দের বাঁকা রেখায় ঘষে দিও জঞ্জাল কবর, আমার মাধার অনেক ওপরে, তাড়াতাড়ি রক্ত গড়িয়ে আসবে আমার কানে-- কোনো বাদবিচার নেই কবর ছাড়া, তাই বিড়াল আর ভেড়া ডেইজি ফুলে পালটে গেছে । ট্রেন আমার কবর টেনে নিয়ে যাবে, আমার শ্বাস থেকে মৃদু বাষ্পের গন্ধ বেরোবে চাকা আর রেল-লাইনের মাঝে। তাই বিড়াল-বাচ্চার দড়ি আর বল, এই ঢিবির ওপর লাফায় আলতো আর মিষ্টি তাই আমার বুড়ো আঙুল বেঁকে যেতে পারে আর হয়ে যেতে পারে একটা শামুক আর কৌতূহলে নিজের পথে যেতে পারে