এক কোনে আবদ্ধ, একটুখানি রাত রয়ে গেছে। আমাদের ভিতু আকাশে নির্মম আঘাতে স্ফূলিঙ্গ উগরে ( নৈশব্দের গাছেরা কিছু দীর্ঘশ্বাস ঝুলিয়ে রেখেছে ) এই শূন্যতার শীর্ষে গরিমার এক গোলাপ জেগে। ঘুম বড়োই বিশ্বাসঘাতক যেখানে জেলখানা আমায় নিয়ে এসেছে যদিও আমার গোপন দালানে বেশ আস্পষ্টভাবে ওই অহংকারী ছোঁড়া গভীরভাবে নিজের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে নাবিকদের আলোয় ঝলমলিয়ে যারা শব-সুন্দরী গড়ে তোলে ।
Tags: pilogre, love, jail, god, faith