মোটাসোটা লোকে খোঁজে সুতীক্ষ্ণ ইস্পাত পাতে হাল্কা পাতলা লোকে খোঁজে তারে সব শেষ ভাতে ফাঁপা লোক খোঁজে তারে বুননের কারখানাটাতে মর্যাদা থাকেন কোথায়। জ্ঞানীলোক খোঁজে তারে তৃণদের ধারালো ফলায় তরুণেরা খোঁজে তারে ছায়া যেটা পাশ দিয়ে যায় গরিবেরা রঙচঙে কাঁচ পরে সম্মুখে তাকায় মর্যাদা থাকেন কোথায়। নব বরষের দিনে সহসাই এক লোক খুন হয়ে যায় বলেছিল একজন, মর্যাদাটা সকলের আগেই হারায় খুঁজতে গেলাম তারে বৃহৎ নগরে, খুঁজতে গেলাম তারে মাঝারি শহরে গেলাম সেখানে আমি মাঝরাতে যেইখানে সুরুয শানায় তাকালাম উপরেতে তাকালাম নিচে তাকালাম চারদিকে আগে আর পিছে জিজ্ঞেস করলাম সকল পুলিশে মর্যাদা থাকেন কোথায়? অন্ধলোক একজন ঘোর-লাগা কেটে ওঠে থমকে দাঁড়ায় ডানে বাঁয়ে দুপকেটে দুই হাত ঢুকিয়ে সে খোঁজে আর চায় হঠাৎ রহস্যগুণে অজানা কারণে যদি খোঁজ মিলে যায় মর্যাদা থাকেন কোথায়! মেরিলাউ নামধারী যুবতীর বিয়েবাড়ি গিয়ে তাকে যখন সুধাই সে বলেছে, “তুমি আমি কথা বলি চুপি চুপি সেটা যেন না দেখে সবাই” বলেছে সে, খুন হবে যদি কেউ বলে দেয় মর্যাদা সে আছে কোন ঠাঁই। মর্যাদা থাকেন কোথায়। গিয়েছি খুঁজতে তারে যেখানে শকুন খানা খায় যেতাম গভীরে আরো, প্রয়োজন পড়েনি সেটায় সেখানে শুনেছি বাণী দেবদূতদের, সেখানে শুনেছি কথা জনমানবের তফাৎ কী বুঝিনি তো হায়! মর্যাদা থাকেন কোথায়